কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দিয়ে গ্রেফতার হওয়া মোহাম্মাদ রায়হান কবিরকে বাংলাদেশ ফেরত পাঠাবে মালয়েশিয়া। শনিবার মালয়েশিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনটি জনানো হয়েছে।
একটি বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজ্জাই দাউদ বলেন, বাংলাদেশি নাগরিককে দেশে পাঠিয়ে দেয়া হবে এবং তার মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে
এদিকে বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তায় রায়রহান কবির নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, আমি মিথ্যা বলিনি। আমি শুধু অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্যের কথা তুলে ধরেছি। আমি অভিবাসী ও আমাদের দেশের সম্মান নিশ্চিত করতে চাই। নিউ ইয়র্ক টাইমস।