খেলতে খেলতে তিন শিশু নদীর পানিতে পা ভেজাতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায়। তারা বাঁচার আকুতি জানাচ্ছিল। নদীর তীরে দাঁড়িয়ে অনেকেই এ দৃশ্য দেখলেও কেউ উদ্ধারে এগিয়ে যায়নি। তবে দাঁড়িয়ে থাকতে পারেননি রাজশাহী জেলা পুলিশের কনস্টেবল মো. আতিকুর রহমান। তিনি জীবন বাজি রেখে নদীতে ঝাঁপ দিয়ে তিন শিশুকেই উদ্ধার করতে সক্ষম হন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।
কনস্টেবল আতিকুর রহমান দুর্গাপুর থানায় গাড়িচালক হিসেবে কর্মরত। ওই তিন শিশু হলো দুর্গাপুরের ইয়ানুস আলীর ছেলে রুবেল (১০), কলেজশিক্ষক আয়নালের ছেলে স্বচ্ছ (১০) ও দুর্গাপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জাকির হোসেনের ছেলে মাহাদী (১১)।