1. apurbo99@gmail.com : Apurbo : Apurbo Hossain
  2. fahim@bdnewspaper24.com : Fahim Hasan : Fahim Hasan
  3. admin@bdnewspaper24.com : Hossain :
  4. mahfuzamunir@gmail.com : Mehrish : Mehrish Jannat
  5. khirullislamm@gmail.com : Khairul Islam : Khairul Islam
নিউইয়র্কে ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা | bdnewspaper
রবিবার, ১৯ মার্চ ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন

নিউইয়র্কে ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৬৬০ পঠিত

করোনা সংকট মোকাবেলায় শেখ হাসিনা সরকারের নানা উদ্যোগ ও পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দাবি দিবস উপলক্ষে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে এক আলোচনা সভায় তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ছিল স্বাধিকার আন্দোলনের এক রূপরেখা। এর মাধ্যমে মূলত স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় ভার্চুয়াল এ আলোচনা সভায় বক্তারা ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধুর ছয় দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশের তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা আদায়ের লক্ষ্যে পূর্ব বাংলার আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ১১ জন শহীদ হন। শহীদের রক্তে ৬ দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে পূর্ব বাংলায়। রাজপথে নেমে আসে বাংলার লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষ। বাঙালির মুক্তির সেই ৬ দফার সিঁড়ি বেয়ে গড়ে ওঠা গণঅভ্যুত্থান, সর্বশেষ এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিপাগল বীর বাঙালি যুদ্ধ করে ছিনিয়ে আনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি এম. ফজলুর রহমান ও ডা. মো. আলী মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসীকল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী, সহ-দপ্তর সম্পাদক মালেক মিয়া, কার্যকরী সদস্য শাহানারা রহমান, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল ইসলাম জিহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, ওয়াশিংটন ডিসি শাখার সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকী, ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি শফিকুর রহমান, ভার্জিনিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বোস্টন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিশিগান শাখার সাধারণ সম্পাদক মো. মুসা, যুবলীগ নেতা শাহ সেলিম প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Recent Posts

Recent Comments

    Theme Customized BY LatestNews