ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ৪৪টি নমুনার ফল, সংক্রমণ নেই

  • Fahim Hasan
  • প্রকাশিত : ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ১১১৭ পঠিত

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় একজনের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়নি। আজ মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাব থেকে পাঠানো ৪৪টি নমুনা পরীক্ষার প্রতিবেদনে সব কটিই নেগেটিভ এসেছে। দুই সপ্তাহ ধরে জেলায় সংক্রমণের হার অনেকটাই কমেছে। বিশেষ করে গত সপ্তাহে শনাক্তের হার ছিল তুলনামূলক কম। করোনায় জেলায় মোট সংক্রমিত ৫৫৫ জন।

এদিকে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে আজ ১৫ জন সুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে দুর্গাপুরে নয়জন, মোহনগঞ্জ ও আটপাড়ায় তিনজন করে রয়েছেন। তাঁদের নিয়ে মোট ৩৫৫ জন রোগী সুস্থ হয়েছেন। জেলায় মৃত্যুর হার শূন্য দশমিক ৯০ শতাংশ।

দুজন নারীসহ এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন। তাঁদের চারজনেরই মৃত্যুর পর করোনাভাইরাস শনাক্ত হয়। নেত্রকোনার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক উত্তম কুমার পাল বলেন, জেলায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই কমছে। গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি, বরং ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

Tag :

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ৪৪টি নমুনার ফল, সংক্রমণ নেই

প্রকাশিত : ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় একজনের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়নি। আজ মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাব থেকে পাঠানো ৪৪টি নমুনা পরীক্ষার প্রতিবেদনে সব কটিই নেগেটিভ এসেছে। দুই সপ্তাহ ধরে জেলায় সংক্রমণের হার অনেকটাই কমেছে। বিশেষ করে গত সপ্তাহে শনাক্তের হার ছিল তুলনামূলক কম। করোনায় জেলায় মোট সংক্রমিত ৫৫৫ জন।

এদিকে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে আজ ১৫ জন সুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে দুর্গাপুরে নয়জন, মোহনগঞ্জ ও আটপাড়ায় তিনজন করে রয়েছেন। তাঁদের নিয়ে মোট ৩৫৫ জন রোগী সুস্থ হয়েছেন। জেলায় মৃত্যুর হার শূন্য দশমিক ৯০ শতাংশ।

দুজন নারীসহ এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন। তাঁদের চারজনেরই মৃত্যুর পর করোনাভাইরাস শনাক্ত হয়। নেত্রকোনার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক উত্তম কুমার পাল বলেন, জেলায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই কমছে। গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি, বরং ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।