এদিকে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে আজ ১৫ জন সুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে দুর্গাপুরে নয়জন, মোহনগঞ্জ ও আটপাড়ায় তিনজন করে রয়েছেন। তাঁদের নিয়ে মোট ৩৫৫ জন রোগী সুস্থ হয়েছেন। জেলায় মৃত্যুর হার শূন্য দশমিক ৯০ শতাংশ।
দুজন নারীসহ এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন। তাঁদের চারজনেরই মৃত্যুর পর করোনাভাইরাস শনাক্ত হয়। নেত্রকোনার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক উত্তম কুমার পাল বলেন, জেলায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই কমছে। গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি, বরং ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।