ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রূপগঞ্জে পিকআপ চালককে কুপিয়ে হত্যা

  • Fahim Hasan
  • প্রকাশিত : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • ১২০২ পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিকুর রহমান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার আব্দুল বারীর ছেলে। পেশায় তিনি একজন পিকআপ চালক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সকালে পিকআপ নিয়ে পণ্য পরিবহনে বের হলে এশিয়ান হাইওয়ে রোডের উপজেলার কোনাবো এলাকায় তার পথরোধ করে ছিনতাইকারীরা। এসময় তার পিকআপ গাড়িটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আশিকুর তাতে বাধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।


আহত আশিকুরের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পিকআপ নেয়ার সুযোগ না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় পিকআপ চালক আশিকুরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশেই তাকে কুপিয়ে হত্যা করেছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যা জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tag :

রূপগঞ্জে পিকআপ চালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিকুর রহমান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার আব্দুল বারীর ছেলে। পেশায় তিনি একজন পিকআপ চালক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সকালে পিকআপ নিয়ে পণ্য পরিবহনে বের হলে এশিয়ান হাইওয়ে রোডের উপজেলার কোনাবো এলাকায় তার পথরোধ করে ছিনতাইকারীরা। এসময় তার পিকআপ গাড়িটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আশিকুর তাতে বাধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।


আহত আশিকুরের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পিকআপ নেয়ার সুযোগ না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় পিকআপ চালক আশিকুরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশেই তাকে কুপিয়ে হত্যা করেছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ নারায়ণগঞ্জ সদরের ১শ’ শয্যা জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।