হবিগঞ্জের নবীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর এক দিন পর স্বাস্থ্য পরিদর্শকের করোনার পজিটিভ ফল এসেছে। মারা যাওয়া স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র দাশ (৫৯) উপজেলা স্বাস্থ্য বিভাগের ৭ নম্বর করগাঁও ইউনিয়নে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উপজেলার গয়াহরি গ্রামে।
গতকাল বুধবার ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান। গত শনি বার তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছিল।