ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

নওগাঁয় আত্রাই নদের ছয় স্থানে বাঁধ ভেঙে ২২ গ্রাম প্লাবিত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ১০৯৪ পঠিত

নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলায় নতুন করে আরও ছয়টি স্থানে আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ছয়টি ইউনিয়নের অন্তত ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। বাঁধভাঙা পানিতে শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ ছাড়া ফসলি জমি তলিয়ে গেছে এবং মৎস্যচাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

গতকাল বুধবার রাতে মান্দা উপজেলার জোকাহাট, চকরামপুর, কয়লাবাড়ি ও পার নুরুল্যাবাদ এলাকায় আত্রাই নদের দক্ষিণ পাড়ের বন্যানিয়ন্ত্রণ বাঁধ (মান্দা ও আত্রাই সড়ক) ভেঙে যায়। এ ছাড়া আজ বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট ও বৈঠাখালি এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়।

এ ছাড়া আজ সকালে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের আহসানগঞ্জ হাট ও বিশা ইউনিয়নের বৈঠাখালি এলাকায় আত্রাইয়ের বাঁধ ভেঙে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় দুই উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে গেছে। এ ছাড়া প্রায় ছয়টি ইউনিয়নের অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নওগাঁ কার্যালয়ের উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী জোয়ার্দার মো. আসাদুল্লাহ জানান, নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলার ছয়টি স্থানে আত্রাই নদের দক্ষিণ অংশে বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৩০০ মিটার অংশ ভেঙে গেছে। আজ সকাল ১০টায় নওগাঁর জোতবাজার পয়েন্টে আত্রাই নদের পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং নওগাঁ শহরের লিটন ব্রিজ পয়েন্টে ছোট যমুনার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ইতিমধ্যে দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলার দাশপাড়া ডিগ্রি কলেজ ও চককামদেবপ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে বন্যাকবলিত মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। ত্রাণসহায়তা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যাঁরা আশ্রয়কেন্দ্র এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধ কিংবা বিভিন্ন উঁচু রাস্তায় অবস্থান নিয়েছেন, তাঁদের আজ থেকেই ত্রাণসহায়তা দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রবীআহ নূর আহমেদ জানান, বন্যার পানিতে গতকাল বুধবার পর্যন্ত নওগাঁর মান্দা, আত্রাই ও রানীনগর উপজেলার ২ হাজার ৪০৯ হেক্টর জমির ফসলের মাঠ নিমজ্জিত হয়েছে। তবে নতুন করে ছয়টি স্থানে ভাঙনের ফলে তলিয়ে যাওয়া ফসলের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

নওগাঁয় আত্রাই নদের ছয় স্থানে বাঁধ ভেঙে ২২ গ্রাম প্লাবিত

প্রকাশিত : ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলায় নতুন করে আরও ছয়টি স্থানে আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ছয়টি ইউনিয়নের অন্তত ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। বাঁধভাঙা পানিতে শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ ছাড়া ফসলি জমি তলিয়ে গেছে এবং মৎস্যচাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

গতকাল বুধবার রাতে মান্দা উপজেলার জোকাহাট, চকরামপুর, কয়লাবাড়ি ও পার নুরুল্যাবাদ এলাকায় আত্রাই নদের দক্ষিণ পাড়ের বন্যানিয়ন্ত্রণ বাঁধ (মান্দা ও আত্রাই সড়ক) ভেঙে যায়। এ ছাড়া আজ বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট ও বৈঠাখালি এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়।

এ ছাড়া আজ সকালে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের আহসানগঞ্জ হাট ও বিশা ইউনিয়নের বৈঠাখালি এলাকায় আত্রাইয়ের বাঁধ ভেঙে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় দুই উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে গেছে। এ ছাড়া প্রায় ছয়টি ইউনিয়নের অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নওগাঁ কার্যালয়ের উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী জোয়ার্দার মো. আসাদুল্লাহ জানান, নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলার ছয়টি স্থানে আত্রাই নদের দক্ষিণ অংশে বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৩০০ মিটার অংশ ভেঙে গেছে। আজ সকাল ১০টায় নওগাঁর জোতবাজার পয়েন্টে আত্রাই নদের পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং নওগাঁ শহরের লিটন ব্রিজ পয়েন্টে ছোট যমুনার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ইতিমধ্যে দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলার দাশপাড়া ডিগ্রি কলেজ ও চককামদেবপ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে বন্যাকবলিত মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। ত্রাণসহায়তা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যাঁরা আশ্রয়কেন্দ্র এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধ কিংবা বিভিন্ন উঁচু রাস্তায় অবস্থান নিয়েছেন, তাঁদের আজ থেকেই ত্রাণসহায়তা দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রবীআহ নূর আহমেদ জানান, বন্যার পানিতে গতকাল বুধবার পর্যন্ত নওগাঁর মান্দা, আত্রাই ও রানীনগর উপজেলার ২ হাজার ৪০৯ হেক্টর জমির ফসলের মাঠ নিমজ্জিত হয়েছে। তবে নতুন করে ছয়টি স্থানে ভাঙনের ফলে তলিয়ে যাওয়া ফসলের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।