ঢাকা , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

বিশ্বকাপ না হওয়া খুবই দুঃখজনক: রুবেল

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ১১৭৬ পঠিত

করোনায় বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশ দলের। আইসিসির এফটিপি তথা ফিউচার ট্যুরস প্রোগ্রামে এ বছরজুড়েই খেলা ছিল টাইগারদের। কিন্তু করোনায় সব শেষ হয়ে গেল।

মহামারীর কারণে বাতিল হয় টাইগারদের পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলংকা ও নিউজিল্যান্ড সফর। এ বছরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের। করোনায় সেই সব সফর স্থগিত হয়ে যায়। করোনায় বাতিল হয় এ ছাড়া এশিয়া কাপ ও বিশ্বকাপ।

ছোঁয়াচে ভাইরাসের কারণে বাংলাদেশ দলের এতসব খেলা স্থগিত হওয়ায় রীতিমতো হতাশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। শুক্রবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে জাতীয় দলের তারকা পেসার বলেন, করোনার কারণে শুধু বাংলাদেশই না, সারা বিশ্বে একটা ক্রাইসিস তৈরি হয়েছে।
করোনায় বাংলাদেশের ৮টি টেস্ট, ৪টি ওয়ানডে আর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করে রুবেল বলেন, আসলে এখানে তো আমাদের কোনো হাত নেই। আল্লাহ যা করেন, সবার মঙ্গলের জন্যই করেন। সেটাতে আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে তাই না!

জাতীয় দলের হয়ে ১০১ ওয়ানডে, ২৭টি করে টেস্ট আর টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯০ উইকেট শিকার করা রুবেল আরও বলেন, খেলা না থাকায় একজন ক্রিকেটার হিসেবে খারাপ তো অবশ্যই লাগছে। আমরা তো খেলতে চাই। সব সময় মাঠে থাকতে চাই, তাই না! তো এখন লং টাইম খেলা হচ্ছে না। তারপর এশিয়া কাপ হচ্ছে না, এখন আবার বিশ্বকাপ বাতিল হল। ক্রিকেটারদের জন্য এটা খুবই দুঃখজনক, কষ্টদায়ক আরকি! তারপরও আমাদের সবকিছু মেনে নিতে হবে।

রুবেল আরও বলেন, আইসিসি যে উদ্যোগটা নিয়েছে, বিশ্বকাপ এ বছর হচ্ছে না। হয়তো তারা সবকিছু চিন্তা-ভাবনা করে, সারা পৃথিবীর অবস্থা যাচাই-বাছাই করে খেলোয়াড়দের মঙ্গলের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা প্লেয়ার হিসেবে বলতে পারি এটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। খেলতে পারব না, এটাই আরকি। এখানে আমাদের কোনো হাত নেই। এটা এখন মেনে নেয়া ছাড়া আর কিছুই করার নেই।

আইপিএল না হলে ভারত প্রায় চার হাজার কোটি রাজস্ব হারাবে। সেই ক্ষতি এড়াতেই আইপিএলের জন্য বিশ্বকাপ পেছানো হয়েছে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতারের মতো অনেক ক্রিকেট বিশ্লেষক এমনটি মনে করছেন।

এ ব্যাপারে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন বলেন, আসলে শোয়েব আখতার যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে আমাদের ক্রিকেটারদের মন্তব্য না করাই বেটার। এ বছর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেক খেলাই স্থগিত হয়েছে। আইপিএলের সঙ্গে বিশ্বকাপ নিয়ে মন্তব্য না করাই ভালো।

এ ব্যাপারে রুবেল বলেন, যারা ১২ মাসই মাঠে থাকেন এমন একজন পেশাদার ক্রিকেটার যখন চার-পাঁচ মাস বাসায় থাকেন, হঠাৎ প্রকাটিসে নামলে এমন সমস্যা হবেই। আমি মনে করি ফিটনেসের ব্যাপারে সবাই সচেতন। বাসায় থাকলেও সবাই নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কেউ কিন্তু বসে নেই, সবাই নিজের ফিটনেস নিয়ে কাজ করছে।

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

বিশ্বকাপ না হওয়া খুবই দুঃখজনক: রুবেল

প্রকাশিত : ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০

করোনায় বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশ দলের। আইসিসির এফটিপি তথা ফিউচার ট্যুরস প্রোগ্রামে এ বছরজুড়েই খেলা ছিল টাইগারদের। কিন্তু করোনায় সব শেষ হয়ে গেল।

মহামারীর কারণে বাতিল হয় টাইগারদের পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলংকা ও নিউজিল্যান্ড সফর। এ বছরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের। করোনায় সেই সব সফর স্থগিত হয়ে যায়। করোনায় বাতিল হয় এ ছাড়া এশিয়া কাপ ও বিশ্বকাপ।

ছোঁয়াচে ভাইরাসের কারণে বাংলাদেশ দলের এতসব খেলা স্থগিত হওয়ায় রীতিমতো হতাশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। শুক্রবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে জাতীয় দলের তারকা পেসার বলেন, করোনার কারণে শুধু বাংলাদেশই না, সারা বিশ্বে একটা ক্রাইসিস তৈরি হয়েছে।
করোনায় বাংলাদেশের ৮টি টেস্ট, ৪টি ওয়ানডে আর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করে রুবেল বলেন, আসলে এখানে তো আমাদের কোনো হাত নেই। আল্লাহ যা করেন, সবার মঙ্গলের জন্যই করেন। সেটাতে আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে তাই না!

জাতীয় দলের হয়ে ১০১ ওয়ানডে, ২৭টি করে টেস্ট আর টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৯০ উইকেট শিকার করা রুবেল আরও বলেন, খেলা না থাকায় একজন ক্রিকেটার হিসেবে খারাপ তো অবশ্যই লাগছে। আমরা তো খেলতে চাই। সব সময় মাঠে থাকতে চাই, তাই না! তো এখন লং টাইম খেলা হচ্ছে না। তারপর এশিয়া কাপ হচ্ছে না, এখন আবার বিশ্বকাপ বাতিল হল। ক্রিকেটারদের জন্য এটা খুবই দুঃখজনক, কষ্টদায়ক আরকি! তারপরও আমাদের সবকিছু মেনে নিতে হবে।

রুবেল আরও বলেন, আইসিসি যে উদ্যোগটা নিয়েছে, বিশ্বকাপ এ বছর হচ্ছে না। হয়তো তারা সবকিছু চিন্তা-ভাবনা করে, সারা পৃথিবীর অবস্থা যাচাই-বাছাই করে খেলোয়াড়দের মঙ্গলের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা প্লেয়ার হিসেবে বলতে পারি এটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। খেলতে পারব না, এটাই আরকি। এখানে আমাদের কোনো হাত নেই। এটা এখন মেনে নেয়া ছাড়া আর কিছুই করার নেই।

আইপিএল না হলে ভারত প্রায় চার হাজার কোটি রাজস্ব হারাবে। সেই ক্ষতি এড়াতেই আইপিএলের জন্য বিশ্বকাপ পেছানো হয়েছে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতারের মতো অনেক ক্রিকেট বিশ্লেষক এমনটি মনে করছেন।

এ ব্যাপারে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন বলেন, আসলে শোয়েব আখতার যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে আমাদের ক্রিকেটারদের মন্তব্য না করাই বেটার। এ বছর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেক খেলাই স্থগিত হয়েছে। আইপিএলের সঙ্গে বিশ্বকাপ নিয়ে মন্তব্য না করাই ভালো।

এ ব্যাপারে রুবেল বলেন, যারা ১২ মাসই মাঠে থাকেন এমন একজন পেশাদার ক্রিকেটার যখন চার-পাঁচ মাস বাসায় থাকেন, হঠাৎ প্রকাটিসে নামলে এমন সমস্যা হবেই। আমি মনে করি ফিটনেসের ব্যাপারে সবাই সচেতন। বাসায় থাকলেও সবাই নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কেউ কিন্তু বসে নেই, সবাই নিজের ফিটনেস নিয়ে কাজ করছে।