মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে দুদিন বন্ধ থাকার পরে আজ রোববার সকাল ৬টা থেকে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল।
তীব্র স্রোতের কারণে ফেরিগুলো পার হতে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় চলে যাচ্ছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
ঘাটে খোঁজ নিয়ে জানা যায়, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ রয়েছে। এসব নৌযান পদ্মার স্রোতের তীব্রতা উপেক্ষা করে বেশ ঝুঁকি নিয়েই পদ্মা পাড়ি দিচ্ছে। দুদিন ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে অন্তত ৬ শতাধিক যানবাহন। ঘাটের চারটি টার্মিনালসহ সংযোগ সড়ক ও কাঁঠালবাড়ি ফেরিঘাটের আধা কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি।
ঢাকাগামী যাত্রী চৌধুরী শামীম আফ্ফান বলেন, নদীতে অনেক স্রোত। ফেরি সামনে এগোতে গেলেই বাঁধার মুখে পড়ে। এ কারণে এক ঘণ্টার জায়গায় দুই ঘণ্টা লেগেছে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া আসতে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো পারাপার হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় চলে যাচ্ছে। স্রোত আরও বাড়লে বা নদীতে পানি বৃদ্ধি পেলে ফেরি চলাচল যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে।