ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও শনাক্ত একজনের মৃত্যু

  • Fahim Hasan
  • প্রকাশিত : ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ১২৩৩ পঠিত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও করোনা পজিটিভ হয়ে একজনসহ মোট তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৪৭ দিনে মারা গেছেন ২৩৯ জন।

হাসপাতালের আইসিইউতে রাত তিনটায় মারা যান মনোহরগঞ্জ উপজেলার ৪৬ বছরের এক নারী। তিনি করোনা পজিটিভ ছিলেন।

হাসপাতালের সহকারী সার্জন ও তথ্য কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন ১২৬ জন। এর মধ্যে ৪৬ জন করোনা পজিটিভ। তাঁদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।

Tag :

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও শনাক্ত একজনের মৃত্যু

প্রকাশিত : ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও করোনা পজিটিভ হয়ে একজনসহ মোট তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৪৭ দিনে মারা গেছেন ২৩৯ জন।

হাসপাতালের আইসিইউতে রাত তিনটায় মারা যান মনোহরগঞ্জ উপজেলার ৪৬ বছরের এক নারী। তিনি করোনা পজিটিভ ছিলেন।

হাসপাতালের সহকারী সার্জন ও তথ্য কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন ১২৬ জন। এর মধ্যে ৪৬ জন করোনা পজিটিভ। তাঁদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।