ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

চুক্তিবদ্ধ হলেন পুজা–সুমন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ৮৬৪ পঠিত

তখনকার প্রেম ছিল সবচেয়ে মধুর। কারণ তখন মুঠোফোন ছিল না। চাইলেই প্রেমিক-প্রেমিকারা যোগাযোগ করতে পারত না। যখন-তখন দেখা করা সম্ভব হতো কেবল স্বপ্নে। নব্বই দশকের সেই প্রেম হারিয়ে গেছে। সে রকম একটা প্রেমে জড়িয়ে গেলেন পূজা চেরি এবং এ বি এম সুমন। সেই প্রেমের কাহিনিতে তাঁরা হৃদিতা ও কবির। আজ থেকে তাঁরা বলতে পারবেন, ‘আমি আর নেই সে আমি।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুজনের চুক্তি হয়েছে। পোড়ামন টু ও ঢাকা অ্যাটাক ছবি দুটির দুই আলোচিত তারকা শুরু করতে যাচ্ছেন একটি নতুন ভ্রমণ। হৃদিতা নামের একটি নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন ইস্পাহানি আরিফ জাহান।

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পেয়েছে হৃদিতা। রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় সিনেমার প্রধান দুই চরিত্রের চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতার পর প্রথম আলোর সঙ্গে কথা বলেন পরিচালক। আরিফ জাহান বলেন, ‘বড় আয়োজন করেই চুক্তি সইয়ের অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হলো না। নিজেরা চার–পাঁচজন মিলে ছোট পরিসরে অনুষ্ঠানটি করেছি।’ ছবির হৃদিতা চরিত্রে পূজাকে নির্বাচন করা প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘ছবির গল্পটি পড়লে যে কেউ হৃদিতা চরিত্রের জন্য পূজার কথাই ভাববেন। এই চরিত্রে তাঁকে দারুণ মানায়। অনুদানের জন্য মন্ত্রণালয়ে চিত্রনাট্য জমা দেওয়ার সময়ই শিল্পীর তালিকায় তাঁর নামটি দিয়েছিলাম। এ ছাড়া কবির চরিত্রে পূজার সঙ্গে সুমনকে ভালো মানাবে।’

পর্দায় প্রেম করার জন্য চুক্তি করেছেন তাঁরা। ছবি: সংগৃহীতহৃদিতা মানে পূজা নিজে জানার আগেই রটে গিয়েছিল ঘটনাটি। তা পৌঁছে গিয়েছিল পূজার কানেও। অভিনয়ের প্রস্তাব পাওয়ার আগেই যেন তিনি জানেন, তিনিই

হৃদিতা। বেশ মজা পাচ্ছিলেন তিনি। এবারে সুযোগ যখন এল, কেমন লাগছে তাঁর? পূজা বলেন, ‘তখনো পরিচালকের সঙ্গে কাজটি নিয়ে কথা হয়নি আমার। কেবল লোকমুখে শুনেছিলাম, হৃদিতা চরিত্রটি আমার জন্য ভাবা হচ্ছে। আনিসুল হক স্যারের লেখা উপন্যাস, এ জন্য আগ্রহ ছিল। প্রস্তাবের সঙ্গে আমাকে চিত্রনাট্যও দেওয়া হলো। সেটা পড়ে পরিচালক মত জানাতে বলেছিলেন। সেদিনই পাঁচ ঘণ্টা ধরে চিত্রনাট্য পড়ে শেষ করে রাজি হয়ে যাই।’

এ বি এম সুমনের আবার উপন্যাসটি আগেই পড়া ছিল। তিনি বলেন, ‘গল্পটি খুব সুন্দর। চিত্রনাট্যে ৯০-এর দশকের প্রেম-বিরহকে এখনকার সময়ের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। মনে হচ্ছে, ভালো কিছু হবে, অন্তত আমার তা–ই আশা।’

আগামী দুই মাস চলবে প্রি–প্রোডাকশনের কাজ। পরিচালক জানালেন, অক্টোবর থেকে হয়তো শুটিং শুরু করতে পারবেন। এর আগেও আনিসুল হকের উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক। সেবার করা হয়নি, এবার হবে বলে আশা রাখেন তিনি।চুক্তিবদ্ধ হলেন পুজা–সুমন ...

 

 

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

চুক্তিবদ্ধ হলেন পুজা–সুমন

প্রকাশিত : ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০

তখনকার প্রেম ছিল সবচেয়ে মধুর। কারণ তখন মুঠোফোন ছিল না। চাইলেই প্রেমিক-প্রেমিকারা যোগাযোগ করতে পারত না। যখন-তখন দেখা করা সম্ভব হতো কেবল স্বপ্নে। নব্বই দশকের সেই প্রেম হারিয়ে গেছে। সে রকম একটা প্রেমে জড়িয়ে গেলেন পূজা চেরি এবং এ বি এম সুমন। সেই প্রেমের কাহিনিতে তাঁরা হৃদিতা ও কবির। আজ থেকে তাঁরা বলতে পারবেন, ‘আমি আর নেই সে আমি।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুজনের চুক্তি হয়েছে। পোড়ামন টু ও ঢাকা অ্যাটাক ছবি দুটির দুই আলোচিত তারকা শুরু করতে যাচ্ছেন একটি নতুন ভ্রমণ। হৃদিতা নামের একটি নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন ইস্পাহানি আরিফ জাহান।

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পেয়েছে হৃদিতা। রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় সিনেমার প্রধান দুই চরিত্রের চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতার পর প্রথম আলোর সঙ্গে কথা বলেন পরিচালক। আরিফ জাহান বলেন, ‘বড় আয়োজন করেই চুক্তি সইয়ের অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হলো না। নিজেরা চার–পাঁচজন মিলে ছোট পরিসরে অনুষ্ঠানটি করেছি।’ ছবির হৃদিতা চরিত্রে পূজাকে নির্বাচন করা প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘ছবির গল্পটি পড়লে যে কেউ হৃদিতা চরিত্রের জন্য পূজার কথাই ভাববেন। এই চরিত্রে তাঁকে দারুণ মানায়। অনুদানের জন্য মন্ত্রণালয়ে চিত্রনাট্য জমা দেওয়ার সময়ই শিল্পীর তালিকায় তাঁর নামটি দিয়েছিলাম। এ ছাড়া কবির চরিত্রে পূজার সঙ্গে সুমনকে ভালো মানাবে।’

পর্দায় প্রেম করার জন্য চুক্তি করেছেন তাঁরা। ছবি: সংগৃহীতহৃদিতা মানে পূজা নিজে জানার আগেই রটে গিয়েছিল ঘটনাটি। তা পৌঁছে গিয়েছিল পূজার কানেও। অভিনয়ের প্রস্তাব পাওয়ার আগেই যেন তিনি জানেন, তিনিই

হৃদিতা। বেশ মজা পাচ্ছিলেন তিনি। এবারে সুযোগ যখন এল, কেমন লাগছে তাঁর? পূজা বলেন, ‘তখনো পরিচালকের সঙ্গে কাজটি নিয়ে কথা হয়নি আমার। কেবল লোকমুখে শুনেছিলাম, হৃদিতা চরিত্রটি আমার জন্য ভাবা হচ্ছে। আনিসুল হক স্যারের লেখা উপন্যাস, এ জন্য আগ্রহ ছিল। প্রস্তাবের সঙ্গে আমাকে চিত্রনাট্যও দেওয়া হলো। সেটা পড়ে পরিচালক মত জানাতে বলেছিলেন। সেদিনই পাঁচ ঘণ্টা ধরে চিত্রনাট্য পড়ে শেষ করে রাজি হয়ে যাই।’

এ বি এম সুমনের আবার উপন্যাসটি আগেই পড়া ছিল। তিনি বলেন, ‘গল্পটি খুব সুন্দর। চিত্রনাট্যে ৯০-এর দশকের প্রেম-বিরহকে এখনকার সময়ের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। মনে হচ্ছে, ভালো কিছু হবে, অন্তত আমার তা–ই আশা।’

আগামী দুই মাস চলবে প্রি–প্রোডাকশনের কাজ। পরিচালক জানালেন, অক্টোবর থেকে হয়তো শুটিং শুরু করতে পারবেন। এর আগেও আনিসুল হকের উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক। সেবার করা হয়নি, এবার হবে বলে আশা রাখেন তিনি।চুক্তিবদ্ধ হলেন পুজা–সুমন ...