ঝিনাইদহের মহেশপুরে ৬ বছরের ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছেন মা। শুক্রবার (২৯ মে) দিনগত রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিতা খাতুন (২৫) ও তার ছয় বছরের পুত্র সন্তান রিফাত।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, শুক্রবার রাতে মামুন হোসেন তাদের ঘরের বারান্দায় ও তার স্ত্রী রিতা খাতুন ছয় বছরের সন্তান রিফাতকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। রাতে যে কোনো সময় মা রিতা খাতুর তার সন্তান রিফাতকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
শনিবার (৩০ মে) সকালে স্বামী মামুন হোসেন টের পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে কেনো বা কি কারণে এ ঘটনা তা তিনি জানাতে পারেননি।