জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হোসেন হত্যা মামলায় বিশ্ব মানবাধিকার সংস্থার বাংলাদেশের অ্যাম্বাসেডর বেদারুল ইসলাম বেদীনসহ ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার বেদারুল ইসলাম বেদীন (৫২), সরোয়ার রওশন সুমন (৪২), মশিউর রহমান এরশাদ বাবু (৪০), মনোয়ার হোসেন মনসুর (৪৩), নজরুল ইসলাম (৪৫), রানা (৪৩), শাহী (৩৮), টুটুল (৪৬), সুজন (৪৪), রহিম (৪২) ও ডাবলু (৪৫)। এ ছাড়া প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার সময় ৬ জন আদালতে অনুপস্থিত ছিলেন। এরা হচ্ছেন বেদারুল ইসলাম বেদীন, নজরুল ইসলাম, টুটুল, সুজন, রহিম ও ডাবলু।