জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী ও একটি ত্রাণবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ত্রাণবাহী উড়োজাহাজের ছয় আরোহীর পাঁচজন নিহত হন। তবে যাত্রীবাহী উড়োজাহাজে থাকা সব আরোহীকে জীবিত উদ্ধার করা হয়। যাত্রীবাহী উড়োজাহাজের ৩৭৯ আরোহীকে জীবিত উদ্ধার করার এই ঘটনা প্রশংসিত হচ্ছে।
জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। ত্রাণবাহী উড়োজাহাজটি দেশটির কোস্টগার্ডের। এটি ত্রাণ নিয়ে ভূমিকম্পকবলিত এলাকায় যাওয়ার কথা ছিল। আগের দিন সোমবার দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অর্ধশতাধিক মানুষ নিহত হন।
বিভিন্ন সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায়, জাপান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজটির একাংশে আগুন জ্বলছে। আগুনের শিখা উড়োজাহাজের জানালা দিয়ে বেরিয়ে আসছে। এই সময় রানওয়েতেও আগুন দেখা যায়। দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উড়োজাহাজ থেকে দ্রুত আরোহীদের নামিয়ে আনেন। যদিও যাত্রীদের ১৪ জন সামান্য আহত হন।