চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে, একজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ সব চেয়ারম্যানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন এবং তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সর্বশেষ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকায় নিজ বাসায় মারা যান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস বাদল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু।
একই দিন দুপুর ২টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হাই মুন্সী।
এ দিকে চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী নূরুল আমিন নামে একজন মারা গেছেন। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তিনি রাত ১০টায় মারা যাওয়ার পর বৃহস্পতিবার দুপুর ১টার পর তার মরদেহ গ্রহণ করেন স্বজনরা।
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ওইদিন রাত ১০টায় মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হয়।