নীলফামারীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি জেলা সদরের সোনারায় ইউনিয়নের বাসিন্দা। তিনি মুদিদোকানি ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী বালারহাটে। তিনি প্রায় ১৫ বছর ধরে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ নীলফামারীর সোনারায় ইউনিয়নে বসবাস করে আসছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে ওই ব্যক্তির জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয়। সোমবার স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করেন। মঙ্গলবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। দুপুরে পরিবারের লোকজন অটোরিকশায় করে তাঁকে ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁর মৃত্যু হয়।
নীলফামারীর সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, মারা যাওয়া ওই ব্যক্তির করোনার উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির লাশ মাইক্রোবাসে করে কুড়িগ্রামে নিয়ে গেছেন তাঁর স্বজনেরা।