ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

পাটগ্রামে একসঙ্গে তিন সন্তানের জন্ম

  • Fahim Hasan
  • প্রকাশিত : ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • ১১১২ পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রোকসানা সান্ত্বনা বেগম (২২) নামের এক গৃহবধূ। তিনটিই ছেলেসন্তান। মা ও সন্তানেরা সুস্থ আছেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, রোকসানা সান্ত্বনা বেগম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কুচলিবাড়ি গ্রামের দিনমজুর রশিদুল ইসলামের স্ত্রী। গত ৩ জুলাই রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর তিন ছেলে জন্ম নেয়। আজ রোববার সন্তানদের নিয়ে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ায় উৎসুক মানুষের ভিড় জমে যায় তাঁদের বাড়িতে।
এদিকে খবর পেয়ে মা ও নবজাতকদের খোঁজ নিতে যান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী প্রমুখ।
সন্তানদের বাবা রশিদুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। তারপরও স্ত্রী তিন সন্তান জন্ম দেওয়ায় খুবই খুশি।’ ছেলেদের এখনো নাম রাখা হয়নি বলে জানান তিনি।
ইউএনও মো. মশিউর রহমান বলেন, পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। তাই মা যেন শারীরিকভাবে সুস্থ থাকেন এবং তাঁর সন্তানেরা যেন যথাযথ পুষ্টি পায়, সে জন্য খাদ্য ও অর্থসহায়তা দেওয়া হয়েছে।

Tag :

পাটগ্রামে একসঙ্গে তিন সন্তানের জন্ম

প্রকাশিত : ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রোকসানা সান্ত্বনা বেগম (২২) নামের এক গৃহবধূ। তিনটিই ছেলেসন্তান। মা ও সন্তানেরা সুস্থ আছেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, রোকসানা সান্ত্বনা বেগম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কুচলিবাড়ি গ্রামের দিনমজুর রশিদুল ইসলামের স্ত্রী। গত ৩ জুলাই রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর তিন ছেলে জন্ম নেয়। আজ রোববার সন্তানদের নিয়ে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ায় উৎসুক মানুষের ভিড় জমে যায় তাঁদের বাড়িতে।
এদিকে খবর পেয়ে মা ও নবজাতকদের খোঁজ নিতে যান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী প্রমুখ।
সন্তানদের বাবা রশিদুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। তারপরও স্ত্রী তিন সন্তান জন্ম দেওয়ায় খুবই খুশি।’ ছেলেদের এখনো নাম রাখা হয়নি বলে জানান তিনি।
ইউএনও মো. মশিউর রহমান বলেন, পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। তাই মা যেন শারীরিকভাবে সুস্থ থাকেন এবং তাঁর সন্তানেরা যেন যথাযথ পুষ্টি পায়, সে জন্য খাদ্য ও অর্থসহায়তা দেওয়া হয়েছে।