আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব অভিনন্দনবার্তায় বলেছেন, বাংলাদেশের জনগণের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে চান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দনবার্তা পাঠান আন্তোনিও গুতেরেস। এতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের (বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কর্মীর) মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।’