আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেনের (জি-৭) সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এর আগে করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবারের জি-৭ সম্মেলন স্থগিত করা হয়।
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি নির্বাচনের কিছু সময় পরে এটি আয়োজন করতে মুখিয়ে আছি।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারের জুনে যুক্তরাষ্ট্রে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার সংক্রমণের ঝুঁকিতে এটি গত মে মাসে স্থগিত করে দেওয়া হয়। জানা গেছে, স্থগিত হওয়া এবারের জি-৭ সম্মেলনের সভাপতিত্ব করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
এদিকে ট্রাম্প জানিয়েছেন সম্মেলন উপলক্ষে এখনো কাউকে আমন্ত্রণ জানায়নি মার্কিন সরকার। .আগামী জি-৭ নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেবেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তাকেও আমন্ত্রণ জানানো হবে কারণে সে গুরুত্বপূর্ণ একজন ফ্যাক্টর।