বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মৃত ব্যক্তির নাম বজলুর রহমান (৫৮)। তিনি পটুয়াখালী সদরের চাঙ্গাখালী এলাকার আমজেদ মুন্সির ছেলে।
জানা গেছে, গত শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে বজলুর রহমান করোনা উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।