করোনায় আক্রান্ত হয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল আজিজ (৫৫) ৎমারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মাসকাটা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯ জলাই তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হন।
এ তথ্যগুলো জানা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ১১ জনের মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১৫ জনে।