ট্রাইবেকা এন্টারপ্রাইজ ও ইউটিউব আয়োজন করেছে ‘উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’নামে ১০ দিনের চলচ্চিত্র উৎসব। বিশ্বের ২১টি বাঘা বাঘা চলচ্চিত্র উৎসব অংশগ্রহণ করছে সেখানে। উৎসব থেকে মনোনীত সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে প্রতিদিন। সঙ্গে নামকরা পরিচালকদের মাস্টারক্লাস তো আছেই।
আজ শেষ দিন দেখতে পারেন যেসব সিনেমা—
অ্যাওয়েক। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। মুম্বাই চলচ্চিত্র উৎসব।
মিস্ট্রি রোড। পরিচালক ইভান সেন। সিডনি চলচ্চিত্র উৎসব।
আলোচনা, আলোচক: জন ওয়াটার্স, উপস্থাপক আলবার্ট সেরা। লোকার্নো চলচ্চিত্র উৎসব।
আটলান্টিকস। পরিচালক মাতি দিওপ, নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
ড্রামাটিক রিলেশনশিপস। পরিচালক ডাস্টিন গাই ডেফা। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
ফরএভার্স গনা স্টার্ট টুনাইট। পরিচালক এলিজা হিটম্যান। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
অনুষ্ঠান, নিউইর্য়ক প্রোগ্রাম-২: আ প্যাশন ফর ফিল্মস। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
পার্সি, পরিচালক এদুয়ার্দো উইলিয়ামস ও মারিয়া ব্লা, নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
পেলৌরিনো। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস। পরিচালক আকোসুয়া আদোমা ওসু। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
রোসালিন্ডা। পরিচালক মাতি নিয়ে। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
ভিওলেত্তিনা। পরিচালক অ্যালিস রোরওয়াখের। নিউইয়র্ক চলচ্চিত্র উৎসব।
ফেইনটিং স্পেলস। পরিচালক স্কাই হোপিঙ্কা। সানড্যান্স চলচ্চিত্র উৎসব।
অনুষ্ঠান: ইন্ডিজেনিয়াস শর্টস প্রোগ্রাম। সানড্যান্স চলচ্চিত্র উৎসব।
মাড। পরিচালক সানডিন টম। সানড্যান্স চলচ্চিত্র উৎসব।
মাই ফাদার্স টুলস। হিথার কোন্ডো। সানড্যান্স চলচ্চিত্র উৎসব।
নুটাগ হোমল্যান্ড। অ্যালিসি টেলেঙ্গাট। সানড্যান্স চলচ্চিত্র উৎসব।
থ্রোট সিঙ্গিং ইন কাঙ্গিরসাক। পরিচালক এভা কাউকাই ও মনন চেম্বারল্যান্ড। সানড্যান্স চলচ্চিত্র উৎসব।
টিআইএফএফ টকস: ট্যান্টো কারনাল মাস্টার ক্লাস। টরোন্টো চলচ্চিত্র উৎসব।
কপওয়াচ। পরিচালক ক্যামিয়া হল। ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব।
কোয়েসলাভের ডিজে পারফরম্যান্সের মাধ্যমে আজ শেষ হবে এ উৎসব। গত ২৯ মে শুরু হওয়া এই উৎসব চলে টানা ১০ আজ ৭ জুন উৎসবের শেষ দিন। ৩৫টি দেশের অংশগ্রহণে ২৩টি পূর্ণদৈর্ঘ্য, ৮টি প্রামাণ্য চলচ্চিত্র, ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ১৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র এবং ১৫টি আর্কাইভাল বক্তৃতা হয় এই আসরে। দেখতে হলে এখনই ঢুঁ মারতে হবে ‘উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর ইউটিউব চ্যানেলে।