বরগুনার বেতাগীতে কোভিড–১৯–এর (করোনাভাইরাস) উপসর্গ নিয়ে এক ইমামের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে জ্বর, সর্দি-কাশি ও শরীরব্যথা নিয়ে নিজ বাসায় তিনি মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গত শুক্রবার থেকে জ্বর, সর্দি-কাশিসহ শরীরব্যথায় ভুগছিলেন। আজ বৃহস্পতিবার হাসপাতালে তাঁর নমুনা দেওয়ার কথা ছিল। কিন্তু নমুনা দেওয়া আগেই গতকাল রাতে তিনি মারা যান।
এদিকে কোভিড-১৯–এর উপসর্গ থাকায় ওই ব্যক্তির দাফনকাজে এলাকাবাসী কেউ এগিয়ে আসেননি। পরে আজ বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশন ও বেতাগী যুব রেড ক্রিসেন্টের সদস্যদের সহযোগিতায় ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তেং মং জানান, কোভিড-১৯–এর উপসর্গ থাকায় ইতিমধ্যে তাঁর বাড়িটি লকডাউন করা হয়েছে। পরিবারের কেউ নমুনা সংগ্রহের সরকারি ফি না দেওয়ায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়নি। তবে পরে তাঁর স্ত্রীর কোভিড-১৯–এর লক্ষণ দেখা দিলে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।