মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে এক সেলুন ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সেলুন ব্যবসায়ী গত ১০ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত মঙ্গলবার সকালে তিনি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তাঁর শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি। এ নিয়ে গত ৭ দিনে মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেলেন পাঁচজন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফল আসার আগেই তিনি মারা গেলেন। তাঁর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এ ছাড়া তাঁর হার্টের সমস্যা, ডায়াবেটিস ও হাইপ্রেশার ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে তাঁর সৎকার কাজ সম্পন্ন করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে।’