টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ৪ সদস্যসহ নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৩৪২ জন কোভিড-১৯-এ রোগে আক্রান্ত হলেন।
এর মধ্যে রয়েছেন মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) দুজন উপপরিদর্শক (এসআই), একজন প্রশিক্ষণার্থী, সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন প্রশিক্ষণার্থী কনস্টেবল।
অন্য আক্রান্ত লোকজনের মধ্যে উপজেলা সদরের বাইমহাটী এলাকার এক ব্যক্তি (৪৫), ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামের একজন (২৫), ইচাইল গ্রামের একজন (৩১), গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকার একজন (৪৫) ও ক্যাডেট কলেজ এলাকার এক ব্যক্তি (৩৫) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, কোভিড-১৯-এর উপসর্গ থাকায় ১৩ জুলাই সংগৃহীত নমুনা ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে ওই ৯টি নমুনা পজিটিভ এসেছে।
মির্জাপুরে সব মিলিয়ে ৩৪২ জন করোনা রোগীর মধ্যে ৬ জন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৭৫ জন। অন্য ১৬১ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাঁদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করার প্রস্তুতি চলছে।