ইতালিয়ান কাপে মৌসুমের প্রথম ট্রফির সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস। ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
ভালো ছন্দে আছে নাপোলি। সবশেষ পাঁচ ম্যাচে হারের দেখা নেই ওদের। করোনার প্রকোপ শেষে মাঠে গড়ানোর পর পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি য়্যুভেন্তাস। কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের সঙ্গে গোলশুন্য ড্র করেও, ভাগ্যগুণে ফাইনালে উঠে এসেছে ওরা। ম্যাচে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে যদিও এগিয়ে আছে য়্যুভরা, তবে চলতি মৌসুমের লিগ ম্যাচে জয় পেয়েছে নাপোলি। ম্যাচটা তাই হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের আভাস দিচ্ছে।