উজান থেকে আসা ঢল এবং কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে মানিকগঞ্জে যমুনা ও পদ্মায় অস্বাভাবিক হারে পানি বাড়ছে। গত ১২ ঘণ্টায় জেলার শিবালয় উপজেলায় যমুনা নদীতে ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীতীরবর্তী নতুন নতুন এলাকায় বিশেষ করে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে।
মানিকগঞ্জ পাউবোর পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ আজ বুধবার সকালে বলেন, দেশের উত্তরাঞ্চলে নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে মানিকগঞ্জেও নদ-নদীতে পানি বাড়ছে। জেলায় বন্যার হওয়ার আশঙ্কা রয়েছে।
ফারুক আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবালয়ের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার ছিল, যা বিপৎসীমার মাত্র পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অব্যাহতভাবে পানি বাড়ায় আজ সকাল ছয়টায় সেখানে পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৬৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ গত ১২ ঘণ্টায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, যমুনায় পানি বাড়ার ফলে উপজেলার বাচামারা, বাঘুটিয়া, চরকাটারী ও জিয়নপুর ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেক এলাকায় বসতভিটায় পানি ঢুকেছে।
হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, পানি বৃদ্ধির কারণে হরিরামপুরের রামকৃষ্ণপুর, হারুকান্দি, লেছড়াগঞ্জ, আজিমনগর ও ধূলসূড়া ইউনিয়নের কয়েকটি নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া কয়েকটি এলাকায় পানির স্রোতে কাচা রাস্তা ধসে গেছে।