দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশনসহ দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাজফিরাত কামনা করে সিলেটে হজরত শাহজালালের (রহ.) দরগায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেসরকারি খাতে কর্মসংস্থান, শিল্পবিপ্লব ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আজ বুধবার বাদ জোহর হজরত শাহজালালের(রহ.) দরগায় ওই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ।