ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

যশোরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু

  • Fahim Hasan
  • প্রকাশিত : ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • ১১৪৯ পঠিত

যশোরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে আজ বৃহস্পতিবার দুপুরে একজন ও বিকেলে অপরজন মারা যান। দুজনই সদর উপজেলার বাসিন্দা।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানায়, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি আজ সকাল ৭টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বেলা ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। ৩০ বছর বয়সী অপর ব্যক্তি একই ধরনের উপসর্গ নিয়ে আজ বিকেল সাড়ে চারটায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। এক ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহম্মেদ আজ রাতে বলেন, তাঁদের দুজনেরই জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। পরীক্ষার জন্য মৃত দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে তাঁরা মারা গেছেন। এ কারণে স্বল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাঁদের মরদেহ দাফন করতে বলা হয়েছে।

Tag :

যশোরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু

প্রকাশিত : ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

যশোরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে আজ বৃহস্পতিবার দুপুরে একজন ও বিকেলে অপরজন মারা যান। দুজনই সদর উপজেলার বাসিন্দা।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানায়, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি আজ সকাল ৭টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বেলা ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। ৩০ বছর বয়সী অপর ব্যক্তি একই ধরনের উপসর্গ নিয়ে আজ বিকেল সাড়ে চারটায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। এক ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহম্মেদ আজ রাতে বলেন, তাঁদের দুজনেরই জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। পরীক্ষার জন্য মৃত দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে তাঁরা মারা গেছেন। এ কারণে স্বল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাঁদের মরদেহ দাফন করতে বলা হয়েছে।