ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে নতুন করে ১৩ জনের করোনা ‘পজিটিভ’, মোট শনাক্ত ১৬৫

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • ৮০২ পঠিত

রাজবাড়ীতে একজন চিকিৎসক, একজন পুলিশ কর্মকর্তাসহ নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬৫।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, আজ শনিবার মোট ৯৮ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জনের করোনা ‘পজিটিভ’ হয়েছে। তাঁদের মধ্যে আক্রান্ত চিকিৎসক বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। আর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সিআইডি বিভাগে হিসেবে কর্মরত।

নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৮ জন, বালিয়াকান্দিতে ৩ জন ও কালুখালী উপজেলায় ২ জন রয়েছেন। রাজবাড়ী সদরের আক্রান্ত ব্যক্তিদের একজন এসপি অফিসের কর্মকর্তা। এ ছাড়া অন্য সাতজনের মধ্যে শহরের সজ্জনকান্দার ৩ জন, লক্ষ্মীকোলের ১ জন, মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামের ১ জন, চন্দনী ইউনিয়নের বাড়াইজুরি গ্রামের ১ জন ও পাঁচুরিয়া ইউনিয়নের আন্দারমানিক গ্রামের ১ জন রয়েছেন।

আর বালিয়াকান্দি উপজেলার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক ছাড়া আরেকজন পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী। এ ছাড়া কালুখালী উপজেলায় আক্রান্ত দুজনের একজন গঙ্গানন্দপুর ও আরেকজন মৃগীর বাসিন্দা।

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, রাজবাড়ীতে আগে চার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপরজন কনস্টেবল। তাঁরা দুজনই চিকিৎসাধীন।

সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বালিয়াকান্দি ইউনিয়নের চারটি ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। আজকের চিকিৎসক ছাড়াও আগে এখানকার চিকিৎসক আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি ও বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে। উপজেলায় আজকের দুজনসহ মোট পাঁচজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন চিকিৎসক।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

রাজবাড়ীতে নতুন করে ১৩ জনের করোনা ‘পজিটিভ’, মোট শনাক্ত ১৬৫

প্রকাশিত : ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

রাজবাড়ীতে একজন চিকিৎসক, একজন পুলিশ কর্মকর্তাসহ নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬৫।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, আজ শনিবার মোট ৯৮ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জনের করোনা ‘পজিটিভ’ হয়েছে। তাঁদের মধ্যে আক্রান্ত চিকিৎসক বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। আর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সিআইডি বিভাগে হিসেবে কর্মরত।

নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৮ জন, বালিয়াকান্দিতে ৩ জন ও কালুখালী উপজেলায় ২ জন রয়েছেন। রাজবাড়ী সদরের আক্রান্ত ব্যক্তিদের একজন এসপি অফিসের কর্মকর্তা। এ ছাড়া অন্য সাতজনের মধ্যে শহরের সজ্জনকান্দার ৩ জন, লক্ষ্মীকোলের ১ জন, মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামের ১ জন, চন্দনী ইউনিয়নের বাড়াইজুরি গ্রামের ১ জন ও পাঁচুরিয়া ইউনিয়নের আন্দারমানিক গ্রামের ১ জন রয়েছেন।

আর বালিয়াকান্দি উপজেলার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক ছাড়া আরেকজন পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী। এ ছাড়া কালুখালী উপজেলায় আক্রান্ত দুজনের একজন গঙ্গানন্দপুর ও আরেকজন মৃগীর বাসিন্দা।

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, রাজবাড়ীতে আগে চার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপরজন কনস্টেবল। তাঁরা দুজনই চিকিৎসাধীন।

সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বালিয়াকান্দি ইউনিয়নের চারটি ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। আজকের চিকিৎসক ছাড়াও আগে এখানকার চিকিৎসক আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি ও বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে। উপজেলায় আজকের দুজনসহ মোট পাঁচজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন চিকিৎসক।