ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সফল ২ দেশ ডব্লিউএইচওর তথ্যচিত্রে করোনাযুদ্ধে

  • Fahim Hasan
  • প্রকাশিত : ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ১০১৫ পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি তথ্যচিত্রে করোনা মহামারি নিয়ন্ত্রণ এবং নির্মূলে বিশ্বের দুটি দেশের উদাহরণ উঠে আসছে। দেশ দুটি হলো নিউজিল্যান্ড ও এশিয়ার দেশ থাইল্যান্ড। এই তথ্যচিত্রের জন্য শুটিংয়ে ডব্লিউএইচওর একটি দল এখন থাইল্যান্ডে আছে। খবর ব্যাংকক পোস্টের।

থাইল্যান্ডের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডিপার্টমেন্ট অব মেডিকেল সায়েন্সের পরিচালক ড. বালাং উপাপাং তাঁর ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন। থাইল্যান্ডে কাজ করা ডব্লিউএইচওর এক কর্মকর্তা গতকাল বুধবার ব্যাংকক পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

থাইল্যান্ডে আজ বৃহস্পতিবার মাত্র ছয়জন কোভিড-১৯ রোগী শানাক্ত হয়েছে। তাঁদের সবাই বাইরে থেকে আসা। এ পর্যন্ত দেশটিতে সংক্রমিত রোগী ৩ হাজার ২৬১। এর মধ্যে সেরে উঠেছেন ৩ হাজার ১০৫ জন। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ যাবৎ মারা গেছেন ৫৮ জন।

তবে বিশ্বের পর্যটনের অন্যতম কেন্দ্রস্থল এ দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। কারণ এ মাস থেকে দেশে ব্যবসায়-বাণিজ্যসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের চুয়ালালংকর্ন ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের ডিন থিরা ওয়ারাটানারাত বলেন, ‘বিধিনিষেধ তুলে নেওয়া বিদেশিদের জন্য পর্যটন খুলে দেওয়ায় ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছি আমরা।’

Tag :

সফল ২ দেশ ডব্লিউএইচওর তথ্যচিত্রে করোনাযুদ্ধে

প্রকাশিত : ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি তথ্যচিত্রে করোনা মহামারি নিয়ন্ত্রণ এবং নির্মূলে বিশ্বের দুটি দেশের উদাহরণ উঠে আসছে। দেশ দুটি হলো নিউজিল্যান্ড ও এশিয়ার দেশ থাইল্যান্ড। এই তথ্যচিত্রের জন্য শুটিংয়ে ডব্লিউএইচওর একটি দল এখন থাইল্যান্ডে আছে। খবর ব্যাংকক পোস্টের।

থাইল্যান্ডের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডিপার্টমেন্ট অব মেডিকেল সায়েন্সের পরিচালক ড. বালাং উপাপাং তাঁর ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন। থাইল্যান্ডে কাজ করা ডব্লিউএইচওর এক কর্মকর্তা গতকাল বুধবার ব্যাংকক পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

থাইল্যান্ডে আজ বৃহস্পতিবার মাত্র ছয়জন কোভিড-১৯ রোগী শানাক্ত হয়েছে। তাঁদের সবাই বাইরে থেকে আসা। এ পর্যন্ত দেশটিতে সংক্রমিত রোগী ৩ হাজার ২৬১। এর মধ্যে সেরে উঠেছেন ৩ হাজার ১০৫ জন। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ যাবৎ মারা গেছেন ৫৮ জন।

তবে বিশ্বের পর্যটনের অন্যতম কেন্দ্রস্থল এ দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। কারণ এ মাস থেকে দেশে ব্যবসায়-বাণিজ্যসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের চুয়ালালংকর্ন ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের ডিন থিরা ওয়ারাটানারাত বলেন, ‘বিধিনিষেধ তুলে নেওয়া বিদেশিদের জন্য পর্যটন খুলে দেওয়ায় ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছি আমরা।’