ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সাতক্ষীরা মেডিকেলে কোভিডের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

  • Fahim Hasan
  • প্রকাশিত : ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ১০৫৭ পঠিত

কোভিডের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ও গতকাল সোমবার রাতে তাঁরা মারা যান। 

মৃতদের একজন (৮০) সাতক্ষীরা শহরের বাসিন্দা। অপরজন জেলার দেবহাটা উপজেলার এক নারী (৪৫)। নমুনা সংগ্রহ হলেও দুজনের কারও ফলাফল মৃত্যুর আগ পর্যন্ত পাওয়া যায়নি।

মানস কুমার মণ্ডল আরও জানান, দেবহাটার ওই নারী ১০ জুলাই রাতে ভর্তি হন। তাঁর শ্বাসকষ্ট বেশি থকায় সরাসরি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়। পাশাপাশি তিন দিন পর ১৩ জুলাই নমুনা নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য খুলনা পাঠানো হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দুজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করার কথা তাঁদের স্বজনদের বলা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হবে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, আজ সকাল পর্যন্ত কোভিডের উপসর্গ নিয়ে ৪৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় এর মধ্যে নয়জনের করোনা পজিটিভ এসেছে।

Tag :

সাতক্ষীরা মেডিকেলে কোভিডের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

প্রকাশিত : ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

কোভিডের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ও গতকাল সোমবার রাতে তাঁরা মারা যান। 

মৃতদের একজন (৮০) সাতক্ষীরা শহরের বাসিন্দা। অপরজন জেলার দেবহাটা উপজেলার এক নারী (৪৫)। নমুনা সংগ্রহ হলেও দুজনের কারও ফলাফল মৃত্যুর আগ পর্যন্ত পাওয়া যায়নি।

মানস কুমার মণ্ডল আরও জানান, দেবহাটার ওই নারী ১০ জুলাই রাতে ভর্তি হন। তাঁর শ্বাসকষ্ট বেশি থকায় সরাসরি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়। পাশাপাশি তিন দিন পর ১৩ জুলাই নমুনা নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য খুলনা পাঠানো হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দুজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করার কথা তাঁদের স্বজনদের বলা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হবে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, আজ সকাল পর্যন্ত কোভিডের উপসর্গ নিয়ে ৪৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় এর মধ্যে নয়জনের করোনা পজিটিভ এসেছে।