সিলেটে সুরমা-কুশিয়ারাসহ সীমান্ত নদ-নদীর পানি কমছে। বৃহস্পতিবার সকাল ও দুপুর এবং বৃহস্পতিবার সন্ধ্যায় পানির পরিমাপ থেকে এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি পরিমাপ করা হয় ছয়টি পয়েন্টে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে থাকলেও সেখানে পানি কমেছে। বাকি চারটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচে রয়েছে।
সিলেটের সীমান্ত নদী হিসেবে পরিচিত কানাইঘাটের লোভা নদীর পানি কমছে। বুধবার সন্ধ্যায় ১৪ দশমিক ৬৮ সেন্টিমিটার থেকে কমে বৃহস্পতিবার দুপুরে ১৪ দশমিক ২৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। কমছে সারী নদীর পানি। জৈন্তাপুরের সারীঘাট পয়েন্টে সারীর পানি ১১ দশমিক ৭৪ সেন্টিমিটার থেকে নেমে বৃহস্পতিবার দুপুরে ১১ দশমিক ২৪ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদের ইসলামপুর পয়েন্টে পানি বুধবার সন্ধ্যায় ১১ দশমিক ৫৮ সেন্টিমিটার থেকে নেমে বৃহস্পতিবার সকাল ৬টার পরিমাপে ১১ দশমিক ২১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবোর নদ-নদী পর্যবেক্ষকেরা বলেছেন, বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত নদীর পানি কমায় প্রধান দুই নদী সুরমা-কুশিয়ারার পানিও কমছে। এতে করে সিলেটের বন্যাকবলিত পাঁচ উপজেলা ছাড়াও নদ-নদী অববাহিকা এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে।