প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। বুধবার নতুন করে আরও ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং ৪ জন নারী। এনিয়ে বিগত ৩ মাসে এ উপজেলার বিভিন্ন এলাকায় ৩৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬৩ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
ডা. পলাশ কুমার সাহা জানান, উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২৩ জনের নমুনা সংগ্রহ করে গত মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে প্রেরণ করা হয়।
বুধবার বিকালে রিপোর্ট হাতে পাওয়ার পর নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে সর্বমোট ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডাঃ পলাশ কুমার সাহা আরও জানান, সোনারগাঁও থেকে এ পর্যন্ত ১ হাজার ৪২৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে প্রেরণ করা হয়। পরীক্ষা শেষে ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়।