বর্তমানে যে হারে ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে আশঙ্কার কথা শুনা যাচ্ছে। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে ৩১ জুলাইয়ের মধ্যে পাঁচ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে।
মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই কথা জানান। এজন্য সামনে হাসপাতালগুলোতে শয্যার বিশাল চাহিদার আশঙ্কা করছেন তিনি।
মণীশ সিসোদিয়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে জানান, ১২-১৩ দিন অন্তর দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণ দ্বিগুণ হচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে ৫ লাখ কোভিড-১৯ সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তখন আমাদের ৮০ হাজার শয্যা লাগবে।