পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ প্রধানের আশ্বাসে বিএনপির প্রতিনিধিদল আশ্বস্ত হয়েছেন বলে জানা গেছে।
আধা ঘণ্টার বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, আজকে পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছি।
বিএনপির কর্মসূচি পালনে পুলিশ প্রধান কী ধরনের পরামর্শ দিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু করোনাকাল তাই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য বিএ।

নিউজ ডেস্ক 
















