ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

করোনাকালে রাতবিরাতে ছুটে চলেন তিনি

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • ৮৩৯ পঠিত

নরসিংদী জেলা হাসপাতালে গত ২৫ মে মারা যান অনিল কুমার সাহা। করোনার উপসর্গ থাকায় লাশের কাছে ভিড়ছিলেন না স্বজনেরাও। ফোন আসে কুইক রেসপন্স টিমের আহ্বায়ক শাহ আলম মিয়ার কাছে। দল নিয়ে তিনি লাশ দাহ করতে চলে যান। ফিরতে ফিরতে রাত আটটা।

১০টায় আবার ফোন। এবার উপসর্গ নিয়ে মারা গেছেন দিলীপ কুমার দাস। শাহ আলম আবার ছুটলেন শ্মশানের পথে। কিন্তু প্রবেশের সব পথে গাছ ফেলা। সেই প্রতিবন্ধকতা ঠেলে শ্মশানে পৌঁছে আরেক বিপত্তি। বৃষ্টিবিঘ্নিত রাত। চিতা কিছুতেই জ্বলে না। লাশ পাহারায় রেখে ফিরতে হলো বাসায়। রাত তখন চারটা। কিছুটা জিরিয়ে নিয়ে সকাল সাতটায় আবার শ্মশানে। লাশের সৎকার শেষে পাশের ব্যাপারীপাড়ায় ঢুকলেন। মাইকিং করে বোঝালেন, লাশ থেকে করোনা ছড়ায় না। সৎকারে বাধা দেওয়া আইনের পরিপন্থী।

করোনাকালে এভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শাহ আলম মিয়া। তিনি নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। কাজের স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় থেকে একটি আধা সরকারি পত্র পেয়েছেন এই এসি ল্যান্ড।

৯ জুন এক সভায় শাহ আলমের কাজের প্রশংসা করেছেন জেলা প্রশাসক ফারহানা কাউনাইন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নরসিংদীর সব উপজেলাতেই কুইক রেসপন্স টিম গঠন করেছি। তবে সদরে রোগী বেশি হওয়ায় সবচেয়ে পরিশ্রম করতে হচ্ছে এখানকার দলটিকে। নিজে মাঠে থেকে সুন্দরভাবে কাজ করছেন শাহ আলম মিয়া। তাঁর দলের কাজে শুধু আমি নই, সবাই সন্তুষ্ট।’

কাজের স্বীকৃতি হিসেবে মন্ত্রণালয় থেকে আধা সরকারি পত্র পেয়েছেন নরসিংদী সদরের এই এসি ল্যান্ড।

কুইক রেসপন্স টিমের কাজের মধ্যে আছে করোনা মোকাবিলায় সচেতনতা তৈরি, করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার, আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছানো; চিকিৎসার ব্যবস্থা ও মানসিক সাহস জোগানো এবং সামাজিক হেনস্তা রোধ। তারা গত শনিবার পর্যন্ত ২১টি লাশের দাফন ও সৎকার করেছে।

এলাকাবাসী বলেছেন, করোনাকালে কাছের মানুষও দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে যখন যে সমস্যাই হোক, জানালে দ্রুত সমাধানের চেষ্টা করছেন শাহ আলম মিয়া।

নরসিংদী শহরের সাটিপাড়ার মাসুদ রানা বলেন, সম্প্রতি তাঁর ভবনের একজনের করোনা ধরা পড়ে। কুইক রেসপন্স টিম বাড়িটি লকডাউন করে। তাঁকে রোগীর পরিবারে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আশপাশের লোকজন তাঁকে বের হতে বাধা দিচ্ছিলেন। খবর পেয়ে শাহ আলম এসে তাঁদের মুক্ত করেন। তিনি হাতমাইকে প্রচার চালিয়ে কাউকে এভাবে হেনস্তা না করার নির্দেশ দেন।

শাহ আলমের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। বাসায় আছেন তাঁর বৃদ্ধ মা। তাঁদের রেখে মাঠঘাটে ছুটতে হয়েছে শাহ আলমকে। থাকতে হয়েছে আলাদা কক্ষে। গত ৩০ মে তাঁর স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে কন্যাশিশু।

১২ জুন সন্ধ্যায় শাহ আলম মিয়ার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তখনো তিনি করোনায় মৃত একজনের লাশ দাফনের জন্য বেরোচ্ছিলেন। বললেন, ‘নানা মানবিক বিপর্যয় রোধসহ করোনার রোগীদের পাশে থাকাকে দায়িত্ব হিসেবে নিয়েছিলাম। সবার সহযোগিতায় কাজ ভালোভাবেই চলছে। আমার দলের সব সদস্য কঠোর পরিশ্রম করছেন। আর জেলা প্রশাসক ও পরিবার পাশে না থাকলে আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না।’

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

করোনাকালে রাতবিরাতে ছুটে চলেন তিনি

প্রকাশিত : ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০

নরসিংদী জেলা হাসপাতালে গত ২৫ মে মারা যান অনিল কুমার সাহা। করোনার উপসর্গ থাকায় লাশের কাছে ভিড়ছিলেন না স্বজনেরাও। ফোন আসে কুইক রেসপন্স টিমের আহ্বায়ক শাহ আলম মিয়ার কাছে। দল নিয়ে তিনি লাশ দাহ করতে চলে যান। ফিরতে ফিরতে রাত আটটা।

১০টায় আবার ফোন। এবার উপসর্গ নিয়ে মারা গেছেন দিলীপ কুমার দাস। শাহ আলম আবার ছুটলেন শ্মশানের পথে। কিন্তু প্রবেশের সব পথে গাছ ফেলা। সেই প্রতিবন্ধকতা ঠেলে শ্মশানে পৌঁছে আরেক বিপত্তি। বৃষ্টিবিঘ্নিত রাত। চিতা কিছুতেই জ্বলে না। লাশ পাহারায় রেখে ফিরতে হলো বাসায়। রাত তখন চারটা। কিছুটা জিরিয়ে নিয়ে সকাল সাতটায় আবার শ্মশানে। লাশের সৎকার শেষে পাশের ব্যাপারীপাড়ায় ঢুকলেন। মাইকিং করে বোঝালেন, লাশ থেকে করোনা ছড়ায় না। সৎকারে বাধা দেওয়া আইনের পরিপন্থী।

করোনাকালে এভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শাহ আলম মিয়া। তিনি নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। কাজের স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় থেকে একটি আধা সরকারি পত্র পেয়েছেন এই এসি ল্যান্ড।

৯ জুন এক সভায় শাহ আলমের কাজের প্রশংসা করেছেন জেলা প্রশাসক ফারহানা কাউনাইন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নরসিংদীর সব উপজেলাতেই কুইক রেসপন্স টিম গঠন করেছি। তবে সদরে রোগী বেশি হওয়ায় সবচেয়ে পরিশ্রম করতে হচ্ছে এখানকার দলটিকে। নিজে মাঠে থেকে সুন্দরভাবে কাজ করছেন শাহ আলম মিয়া। তাঁর দলের কাজে শুধু আমি নই, সবাই সন্তুষ্ট।’

কাজের স্বীকৃতি হিসেবে মন্ত্রণালয় থেকে আধা সরকারি পত্র পেয়েছেন নরসিংদী সদরের এই এসি ল্যান্ড।

কুইক রেসপন্স টিমের কাজের মধ্যে আছে করোনা মোকাবিলায় সচেতনতা তৈরি, করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার, আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছানো; চিকিৎসার ব্যবস্থা ও মানসিক সাহস জোগানো এবং সামাজিক হেনস্তা রোধ। তারা গত শনিবার পর্যন্ত ২১টি লাশের দাফন ও সৎকার করেছে।

এলাকাবাসী বলেছেন, করোনাকালে কাছের মানুষও দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে যখন যে সমস্যাই হোক, জানালে দ্রুত সমাধানের চেষ্টা করছেন শাহ আলম মিয়া।

নরসিংদী শহরের সাটিপাড়ার মাসুদ রানা বলেন, সম্প্রতি তাঁর ভবনের একজনের করোনা ধরা পড়ে। কুইক রেসপন্স টিম বাড়িটি লকডাউন করে। তাঁকে রোগীর পরিবারে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আশপাশের লোকজন তাঁকে বের হতে বাধা দিচ্ছিলেন। খবর পেয়ে শাহ আলম এসে তাঁদের মুক্ত করেন। তিনি হাতমাইকে প্রচার চালিয়ে কাউকে এভাবে হেনস্তা না করার নির্দেশ দেন।

শাহ আলমের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। বাসায় আছেন তাঁর বৃদ্ধ মা। তাঁদের রেখে মাঠঘাটে ছুটতে হয়েছে শাহ আলমকে। থাকতে হয়েছে আলাদা কক্ষে। গত ৩০ মে তাঁর স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে কন্যাশিশু।

১২ জুন সন্ধ্যায় শাহ আলম মিয়ার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তখনো তিনি করোনায় মৃত একজনের লাশ দাফনের জন্য বেরোচ্ছিলেন। বললেন, ‘নানা মানবিক বিপর্যয় রোধসহ করোনার রোগীদের পাশে থাকাকে দায়িত্ব হিসেবে নিয়েছিলাম। সবার সহযোগিতায় কাজ ভালোভাবেই চলছে। আমার দলের সব সদস্য কঠোর পরিশ্রম করছেন। আর জেলা প্রশাসক ও পরিবার পাশে না থাকলে আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না।’