ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

করোনার সঙ্গে বন্যার দুর্ভোগ, দিশেহারা বানভাসি মানুষ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ৭১০ পঠিত

করোনা পরিস্থিতিতে তিন মাস ধরেই চরম সংকটে দিন কাটছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরের মানুষের। হাতে কাজ নেই। রোজগার নেই। ঘরে খাবার মজুত নেই। কোনোরকমে অর্ধাহারে দিন কাটছে তাদের।

এখন করোনার কষ্টের সঙ্গে যোগ হয়েছে বন্যা। ১১ দিন ধরে জলমগ্ন তাদের বসতঘর। যমুনার ভাঙনে বিলীন অনেকের বাড়িঘর। বাড়ি ও চাষাবাদের জমি হারিয়ে নিঃস্ব চরের হাজারো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চরের জেলে, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। বসতঘর ডুবে যাওয়ায় নৌকায়, অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন তাঁরা। শিশুদের ও গবাদিপশু নিয়ে চরম বিপদে পড়েছেন চরবাসী।

 দশ দিন ধরে জলে ভাসছেন দলিকার চরের বানভাসি দিনমজুর লাল মিয়া। তাঁর বসতঘরে পানি। তিনি বলেন, ‘তিনডা মাস খুব কষ্টে আচি। হাতত কাজ নাই। কামাই নাই। খাবারের কষ্ট। কামলা জোটে না। ২ বিঘা জমি বর্গা লিয়ে পাট আবাদ করিচুনু, বানত স্যাকনাও শ্যাষ। সংসারত চারজন মানুষ। ঘরত মিচ্চি অ্যানা চাল আচে। নুন–তেল কিনবার মতো হাতত টেকা নাই। চরত ইংকা কষ্ট সহ্য করবার পারিচ্চি না।’

দিনমজুর শাজাহানের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘বানভাসা এই চরে সগলির ঘরত অভাব-কষ্ট। কামলাগেরে দিন যাবি ক্যামনে?’

চরের কৃষক কবির মোল্লা বলেন, ‘এই চরে কয়েক হাজার গরু-ঘোড়া। খড় নাই। ঘাসও যমুনার পানিতে ডুবে গেছে। লতা-পাতা সব পচে শেষ। মানুষই খেতে পারছে না। গরু-ঘোড়ার বাঁচবে কেমনে?’

খাটিয়ামারি চরের দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘তিন মাস ধরে চরত কাম নাই। ধারদেনা করে সংসার চলিচ্চে। সংসারত পাঁচডা সদস্য। খাবার জোগাড় করা তো লাগবি। আধি লেওয়া ছয় বিঘা জমিনত পাট বুনচিনো। খ্যাত বানের জলত ডুবে গেচে। কী খামো, কী করমো কোন দিআ পাচ্চি না।’

তিন মাস ধরে কর্মহীন চরের দিনমজুর ছামিউল। তাঁর স্ত্রী রিক্তা বেগম বলেন, ‘দ্যাশত করোনা চলিচ্চে। করোনাত হামাকেরে খুব কষ্ট হচ্চে। করোনা না যাতেই আবার বানের ঢল। হামরা বাঁচমো কী খ্যায়া?’যমুনার চরে বসবাস করা মানুষের বাড়িঘর পানিতে ডুবে গেছে। তাই নৌকায় করে সারিয়াকান্দি হাটে ধান বিক্রির জন্য নিয়ে এসেছেন চরের মানুষেরা। সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায়। ছবি: প্রথম আলো

 জানতে চাইলে বগুড়ার পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, যমুনা নদীর সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। গতকাল সন্ধ্যা ছয়টায় সেখানে ১৭ দশমিক ১৭ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার পানি কমেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৯টি ইউনিয়নের ৬৮টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১২ হাজার ৪০০। দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার। বসতবাড়ি বিলীন হয়েছে প্রায় ৮০০। এ পর্যন্ত দুর্গতদের জন্য ৩৩ দশমিক ৫ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা ত্রাণ বরাদ্দ মিলেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজহার আলী বলেন, যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৯৭টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকার ১৮ হাজার ৮৭২ পরিবারের ৭৬ হাজার ৬২০ জন মানুষ দুর্ভোগে পড়েছেন। তলিয়ে গেছে ৮ হাজার ৭৫৪ হেক্টর জমির ফসল। এখন পর্যন্ত দুর্গত এলাকায় ৬০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকার ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

করোনার সঙ্গে বন্যার দুর্ভোগ, দিশেহারা বানভাসি মানুষ

প্রকাশিত : ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

করোনা পরিস্থিতিতে তিন মাস ধরেই চরম সংকটে দিন কাটছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরের মানুষের। হাতে কাজ নেই। রোজগার নেই। ঘরে খাবার মজুত নেই। কোনোরকমে অর্ধাহারে দিন কাটছে তাদের।

এখন করোনার কষ্টের সঙ্গে যোগ হয়েছে বন্যা। ১১ দিন ধরে জলমগ্ন তাদের বসতঘর। যমুনার ভাঙনে বিলীন অনেকের বাড়িঘর। বাড়ি ও চাষাবাদের জমি হারিয়ে নিঃস্ব চরের হাজারো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চরের জেলে, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। বসতঘর ডুবে যাওয়ায় নৌকায়, অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন তাঁরা। শিশুদের ও গবাদিপশু নিয়ে চরম বিপদে পড়েছেন চরবাসী।

 দশ দিন ধরে জলে ভাসছেন দলিকার চরের বানভাসি দিনমজুর লাল মিয়া। তাঁর বসতঘরে পানি। তিনি বলেন, ‘তিনডা মাস খুব কষ্টে আচি। হাতত কাজ নাই। কামাই নাই। খাবারের কষ্ট। কামলা জোটে না। ২ বিঘা জমি বর্গা লিয়ে পাট আবাদ করিচুনু, বানত স্যাকনাও শ্যাষ। সংসারত চারজন মানুষ। ঘরত মিচ্চি অ্যানা চাল আচে। নুন–তেল কিনবার মতো হাতত টেকা নাই। চরত ইংকা কষ্ট সহ্য করবার পারিচ্চি না।’

দিনমজুর শাজাহানের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘বানভাসা এই চরে সগলির ঘরত অভাব-কষ্ট। কামলাগেরে দিন যাবি ক্যামনে?’

চরের কৃষক কবির মোল্লা বলেন, ‘এই চরে কয়েক হাজার গরু-ঘোড়া। খড় নাই। ঘাসও যমুনার পানিতে ডুবে গেছে। লতা-পাতা সব পচে শেষ। মানুষই খেতে পারছে না। গরু-ঘোড়ার বাঁচবে কেমনে?’

খাটিয়ামারি চরের দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, ‘তিন মাস ধরে চরত কাম নাই। ধারদেনা করে সংসার চলিচ্চে। সংসারত পাঁচডা সদস্য। খাবার জোগাড় করা তো লাগবি। আধি লেওয়া ছয় বিঘা জমিনত পাট বুনচিনো। খ্যাত বানের জলত ডুবে গেচে। কী খামো, কী করমো কোন দিআ পাচ্চি না।’

তিন মাস ধরে কর্মহীন চরের দিনমজুর ছামিউল। তাঁর স্ত্রী রিক্তা বেগম বলেন, ‘দ্যাশত করোনা চলিচ্চে। করোনাত হামাকেরে খুব কষ্ট হচ্চে। করোনা না যাতেই আবার বানের ঢল। হামরা বাঁচমো কী খ্যায়া?’যমুনার চরে বসবাস করা মানুষের বাড়িঘর পানিতে ডুবে গেছে। তাই নৌকায় করে সারিয়াকান্দি হাটে ধান বিক্রির জন্য নিয়ে এসেছেন চরের মানুষেরা। সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায়। ছবি: প্রথম আলো

 জানতে চাইলে বগুড়ার পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, যমুনা নদীর সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। গতকাল সন্ধ্যা ছয়টায় সেখানে ১৭ দশমিক ১৭ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার পানি কমেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৯টি ইউনিয়নের ৬৮টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১২ হাজার ৪০০। দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার। বসতবাড়ি বিলীন হয়েছে প্রায় ৮০০। এ পর্যন্ত দুর্গতদের জন্য ৩৩ দশমিক ৫ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা ত্রাণ বরাদ্দ মিলেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজহার আলী বলেন, যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৯৭টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকার ১৮ হাজার ৮৭২ পরিবারের ৭৬ হাজার ৬২০ জন মানুষ দুর্ভোগে পড়েছেন। তলিয়ে গেছে ৮ হাজার ৭৫৪ হেক্টর জমির ফসল। এখন পর্যন্ত দুর্গত এলাকায় ৬০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকার ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে।