ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

করোনা শনাক্তের পরও রোগী দেখলেন চিকিৎসক, চেম্বার লকডাউন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • ১১২৮ পঠিত

চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারপরও ওই চিকিৎসক তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেছেন। এ ঘটনা রংপুর নগরের চাউল অমোদ রোড এলাকার। বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার ওই চিকিৎসকের চেম্বারে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২ জুন ওই চিকিৎসকের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। নিয়ম অনুযায়ী, নমুনা নেওয়ার পর তাঁর আইসোলেশনে থাকতে হবে। কিন্তু তা তিনি করেননি। ৭ জুন পরীক্ষা ফল পাওয়ার পর তাঁর শরীরে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপরও তিনি গত বুধবার পর্যন্ত প্রতিদিনই তাঁর চেম্বারে রোগী দেখেছেন।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নগরের চাউল আমোদ রোডে ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন। তাঁর কাছে যারা চিকিৎসা নিয়েছেন, তাঁদের নিজ ইচ্ছায় আইসোলেশন যাওয়াসহ করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসক মুঠোফোনে বলেন, ‘আমি করোনা পরীক্ষার পর ফল পেতে দেরিতে জেনেছি। এ ঘটনার জন্য দুঃখিত। বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছি।’

সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বলেন, করোনা পরীক্ষার নমুনা দেওয়ার পর ফল না পাওয়া পর্যন্ত সবাইকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কিন্তু অনেকেই তা মানেন না।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

করোনা শনাক্তের পরও রোগী দেখলেন চিকিৎসক, চেম্বার লকডাউন

প্রকাশিত : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারপরও ওই চিকিৎসক তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেছেন। এ ঘটনা রংপুর নগরের চাউল অমোদ রোড এলাকার। বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার ওই চিকিৎসকের চেম্বারে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২ জুন ওই চিকিৎসকের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। নিয়ম অনুযায়ী, নমুনা নেওয়ার পর তাঁর আইসোলেশনে থাকতে হবে। কিন্তু তা তিনি করেননি। ৭ জুন পরীক্ষা ফল পাওয়ার পর তাঁর শরীরে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপরও তিনি গত বুধবার পর্যন্ত প্রতিদিনই তাঁর চেম্বারে রোগী দেখেছেন।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নগরের চাউল আমোদ রোডে ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন। তাঁর কাছে যারা চিকিৎসা নিয়েছেন, তাঁদের নিজ ইচ্ছায় আইসোলেশন যাওয়াসহ করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসক মুঠোফোনে বলেন, ‘আমি করোনা পরীক্ষার পর ফল পেতে দেরিতে জেনেছি। এ ঘটনার জন্য দুঃখিত। বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছি।’

সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বলেন, করোনা পরীক্ষার নমুনা দেওয়ার পর ফল না পাওয়া পর্যন্ত সবাইকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কিন্তু অনেকেই তা মানেন না।