টাঙ্গাইলের ঘাটাইলে গলার ভেতর দিয়ে রড ঢুকে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম ফারুক হোসেন (২০)। তিনি সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর শাপলাপাড়া গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ঘটনাটি ঘাটাইল থানা এলাকায় ঘটেছে। লাশ এখনো হাসপাতালেই আছে। বিষয়টি নিয়ে ঘাটাইল থানায় মামলা হলে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর যদি কোনো পক্ষের অভিযোগ না থাকে তাহলে ঘাটাইল থানার ওসির অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।