কিশোরগঞ্জে নতুন করে ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দুটি ল্যাবে মোট ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজেটিভ এসেছে। সব মিলিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৬১ জনে।
ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন শনাক্তের এই তথ্য পাওয়া গেছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান নতুন শনাক্তের তথ্য নিশ্চিত করে আজ বৃহস্পতিবার বলেন, এই ৪৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৯ জন, হোসেনপুরের একজন, করিমগঞ্জের ৪ জন, তাড়াইলের একজন, পাকুন্দিয়ার ৪ জন, কটিয়াদীর একজন, ভৈরবের ২৬ জন, নিকলীর একজন, বাজিতপুরের একজন ও ইটনার একজন আছেন।