স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ঘোষিত করোনার হটস্পট কিশোরগঞ্জে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৯ মে ও ২ জুন পাঠানো ২২১টি নমুনার মধ্যে এ ৫২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। বুধবার রাতে এ রিপোর্ট পাওয়া যায়।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৪৫৬ জনের শরীরে করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের তালিকায় জেলার সদর উপজেলায় ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৯ জন, তাড়াইল উপজেলায় ৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ৭ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৮ জন, নিকলী উপজেলায় ৪ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও ইটনা উপজেলায় ১ জন রয়েছেন