কিশোরগঞ্জের র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও সহ-অধিনায়কের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের জেলার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, নমুনা পরীক্ষার ফলাফলে র্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এবং সহ-অধিনায়ক চন্দন দেবনাথের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। তারা বর্তমানে ভৈরব উপজেলা সদরের সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশানে রয়েছেন।
তাদের দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য বিভাগ জানায়, কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় নতুন ৫২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে এক মৃতের নমুনায় এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮১৩ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এ ছাড়া করোনাক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।