কি দোষ ছিল ৪ হাজার মুরগির! জানা নেই কারো? অজানা কারণে হত্যা করা হয়েছে ৪ হাজার সোনালী মুরগিগুলোকে। শুক্রবার (২৯ মে) রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের খামারি আয়নাল হক মন্ডলের খামারে এ ঘটনা ঘটে।
খামারি আয়নাল হক মন্ডল জানান, শুক্রবার রাতে আমার দুটি খামারের ৮ হাজার মুরগিকে খাবার দিয়ে আমি বাড়ীতে চলে যাই। শনিবার (৩০ মে) সকালে খামারে এসে দেখি একটি খামারের ৪ হাজার মুরগি মরে পড়ে রয়েছে। কে বা কারা শত্রুতা করে মুরগিগুলো হত্যা করেছে আমার জানা নেই। খামারের মুরগিগুলোর বয়স হয়েছিল ৪৫ দিন আর প্রত্যেকটা মুরগির ওজন হয়েছিল ৫শ’ গ্রাম করে। আমার প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে আমি এখন নিঃস্ব হয়ে গিয়েছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছিলাম আমি এখন কিভাবে এই ঋণ পরিশোধ করবো।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, ৪ হাজার মুরগি হত্যার ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কিভাবে মুরগিগুলোকে হত্যা করা হয়েছে বিষয়টি জানার জন্য মুরগির মৃতদেহ থেকে নমুনা পরীক্ষা করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।