কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বজ্রপাতে সোহাগ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের মকছেদ আলী লস্করের ছেলে। সে বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। কুমারখালী থানার পুলিশ ও নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নওশের আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্কুলছাত্র সোহাগ বিকালে নিজ গ্রামের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এসময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির এক পর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। এসময় সে ঘটনাস্থলেই মারা যায়।
কুমারখালী থানার ওসি মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত সোহাগের মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এরআগে গত ৪ জুন কুমারখালীর চর সাদীপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কৃষক ফারুক মন্ডল ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর মধ্যপাড়া গ্রামের কৃষক শফি বিশ্বাস বজ্রপাতের ঘটনায় নিহত হন।