ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

ক্ষুদে কৃষকদের জন্য ‘বপন কিট’

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ৭১০ পঠিত

গাছ লাগানোর জন্য যন্ত্রপাতি দিয়ে মাটিকে গাছ লাগানোর উপযোগী করা, মাটিতে জৈব সার মেশানো, বীজ বপন, পানি দেওয়া সব কাজই করবে শিশু। আর সব শেষে ওই শিশু যখন মাটিতে প্রথম গাছের অস্তিত্ব দেখতে পাবে, তখনকার সেই খুশির মুহূর্তটিকে ধরার জন্যই উদ্যোগ নিয়েছেন মাহবুব সুমন। তিনি পেশায় তড়িৎ প্রকৌশলী।

আর শহুরে শিশুদের মুখে এই বিশ্বজয়ের হাসি দেখার জন্য ‘বপন কিট’ শিশুর অভিভাবকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় কিটগুলো বেশির ভাগ সময় মাহবুব সুমন নিজেই পৌঁছে দেন।

‘বপন কিট’ বক্সে থাকবে মাটি, বীজসহ গাছ লাগানোর যন্ত্রপাতিবপন কিট বা একটি ছোট প্লাস্টিকের বাক্সের মধ্যে ঢ্যাঁড়স থেকে শুরু করে ৫ রকমের বীজ, মাটি, জৈব সার, হাড়ের গুঁড়া, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ,সরিষার খৈল , নিমের খৈল, একটা ছোট টব, ছোট তিনটা নিড়ানি, কোকো ডাস্ট, সিডলিং ট্রে, শোভেল টুলস, পানি দেওয়ার স্প্রে বোতলসহ বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়েছে এ বাক্স। বাক্সের মধ্যেই এই জিনিসগুলো শিশুরা কীভাবে ব্যবহার করবে ইংরেজি ও বাংলায় তার একটা নির্দেশনা দেওয়া আছে। এ বাক্সটি অভিভাবকদের কিনতে হচ্ছে।

তবে শিশুদের জন্য একটা উপহার না থাকলে কেমন দেখায়? তাই মাহবুব সুমন নিজের উদ্ভাবিত বনকাগজ উপহার দিচ্ছেন শিশুদের। পুরোনো পত্রিকা ও কাগজ দিয়ে তৈরি এ বিশেষ কাগজ ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেললে ১০ থেকে ১২ দিনের মধ্যে কাগজের মধ্যে থাকা বীজ থেকে চারা হয়। অন্যদিকে মাটিতে ফেলার আগে শিশুরা এ কাগজে লিখতে পারে বা ছবি আঁকতে পারে।

‘বপন কীট’ হাতে মাহবুব সুমন

‘বপন কীট’ হাতে মাহবুব সুমনমাহবুব সুমন বললেন, লাউ, কুমড়া, ঢ্যাঁড়স, পালংশাক, কলমি, পুঁই শাক, শিমের বীজ সরাসরি সিডলিং ট্রের মাটিতে বপন করলে কয়েক দিনের মধ্যে অঙ্কুরিত চারা গাছ দেখতে পায় শিশুরা। তখন শিশুরা খুব খুশি হয়। শহুরে শিশুদের প্রকৃতি ও কৃষির সঙ্গে যোগাযোগটা অনেক কম। অনেকে মাটি ধরতে কেমন তাও জানে না। আর করোনাভাইরাসের বিস্তারের এই সময়ে শিশুরা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে। সময় কাটানোর জন্যও তারা গাছ লাগাতে পারে। এ কাজে শিশু নিজেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করে বলে তাদের মধ্যে অন্যরকম উত্তেজনা থাকে।

বপন কিট বানানোর জন্য বাক্সের জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। তাই অভিভাবকেরা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করার পর তা পৌঁছে দেওয়া হয়। এই বাক্স পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে আর কোনো টাকা দিতে হচ্ছে না অভিভাবকদের। এই বাক্স কুরিয়ারে পাঠালে সর্বোচ্চ ৫ দিন লাগবে জিনিসগুলো হাতে পেতে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ক্ষুদে কৃষকদের জন্য ‘বপন কিট’

প্রকাশিত : ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

গাছ লাগানোর জন্য যন্ত্রপাতি দিয়ে মাটিকে গাছ লাগানোর উপযোগী করা, মাটিতে জৈব সার মেশানো, বীজ বপন, পানি দেওয়া সব কাজই করবে শিশু। আর সব শেষে ওই শিশু যখন মাটিতে প্রথম গাছের অস্তিত্ব দেখতে পাবে, তখনকার সেই খুশির মুহূর্তটিকে ধরার জন্যই উদ্যোগ নিয়েছেন মাহবুব সুমন। তিনি পেশায় তড়িৎ প্রকৌশলী।

আর শহুরে শিশুদের মুখে এই বিশ্বজয়ের হাসি দেখার জন্য ‘বপন কিট’ শিশুর অভিভাবকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় কিটগুলো বেশির ভাগ সময় মাহবুব সুমন নিজেই পৌঁছে দেন।

‘বপন কিট’ বক্সে থাকবে মাটি, বীজসহ গাছ লাগানোর যন্ত্রপাতিবপন কিট বা একটি ছোট প্লাস্টিকের বাক্সের মধ্যে ঢ্যাঁড়স থেকে শুরু করে ৫ রকমের বীজ, মাটি, জৈব সার, হাড়ের গুঁড়া, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ,সরিষার খৈল , নিমের খৈল, একটা ছোট টব, ছোট তিনটা নিড়ানি, কোকো ডাস্ট, সিডলিং ট্রে, শোভেল টুলস, পানি দেওয়ার স্প্রে বোতলসহ বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়েছে এ বাক্স। বাক্সের মধ্যেই এই জিনিসগুলো শিশুরা কীভাবে ব্যবহার করবে ইংরেজি ও বাংলায় তার একটা নির্দেশনা দেওয়া আছে। এ বাক্সটি অভিভাবকদের কিনতে হচ্ছে।

তবে শিশুদের জন্য একটা উপহার না থাকলে কেমন দেখায়? তাই মাহবুব সুমন নিজের উদ্ভাবিত বনকাগজ উপহার দিচ্ছেন শিশুদের। পুরোনো পত্রিকা ও কাগজ দিয়ে তৈরি এ বিশেষ কাগজ ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেললে ১০ থেকে ১২ দিনের মধ্যে কাগজের মধ্যে থাকা বীজ থেকে চারা হয়। অন্যদিকে মাটিতে ফেলার আগে শিশুরা এ কাগজে লিখতে পারে বা ছবি আঁকতে পারে।

‘বপন কীট’ হাতে মাহবুব সুমন

‘বপন কীট’ হাতে মাহবুব সুমনমাহবুব সুমন বললেন, লাউ, কুমড়া, ঢ্যাঁড়স, পালংশাক, কলমি, পুঁই শাক, শিমের বীজ সরাসরি সিডলিং ট্রের মাটিতে বপন করলে কয়েক দিনের মধ্যে অঙ্কুরিত চারা গাছ দেখতে পায় শিশুরা। তখন শিশুরা খুব খুশি হয়। শহুরে শিশুদের প্রকৃতি ও কৃষির সঙ্গে যোগাযোগটা অনেক কম। অনেকে মাটি ধরতে কেমন তাও জানে না। আর করোনাভাইরাসের বিস্তারের এই সময়ে শিশুরা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে। সময় কাটানোর জন্যও তারা গাছ লাগাতে পারে। এ কাজে শিশু নিজেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করে বলে তাদের মধ্যে অন্যরকম উত্তেজনা থাকে।

বপন কিট বানানোর জন্য বাক্সের জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। তাই অভিভাবকেরা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করার পর তা পৌঁছে দেওয়া হয়। এই বাক্স পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে আর কোনো টাকা দিতে হচ্ছে না অভিভাবকদের। এই বাক্স কুরিয়ারে পাঠালে সর্বোচ্চ ৫ দিন লাগবে জিনিসগুলো হাতে পেতে।