খুলনায় করোনা সংক্রমণ পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালে উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের।
এ নিয়ে খুলনা মহানগর ও জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ জন। আর সুস্থ হয়েছেন ১৩৪ জন। হাসপাতালে আছেন ৫১ জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায় খুমেক ল্যাবে সর্বাধিক ৩৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৭২টি। অন্যদিকে খুলনার নমুনা সংগ্রহ ছিল ৩৫০টি, তার মধ্যে পজিটিভ হয় ১৫৬টি। এর মধ্যে ফলোআপ রিপোর্ট আছে ৮টি, যশোরের নতুন ১টি, ফলোআপ ২টি। এ ছাড়া বাগেরহাটের ৪টি পজিটিভ রিপোর্ট আসে।