খুলনা বিভাগে কোভিড–১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিভাগে প্রথম শনাক্ত হওয়ার ১২২তম দিনে রোগীর সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। এই সময়ে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৪৯ জন। বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হওয়া মোট রোগীর অর্ধেকই শনাক্ত হয়েছে জুলাই মাসের প্রথম ১৮ দিনে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ জানান, বিভাগে নতুন করে ১৫৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৪ হাজার ৩৯ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার ৪৬ শতাংশের বেশি। খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। আজ ১৮ জুলাই ১২২তম দিনে রোগীর সংখ্যা সাড়ে আট হাজার ছাড়াল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩২০ জন। এর মধ্যে খুলনা জেলায় ৮০ জন, বাগেরহাটে ৩৩ জন, চুয়াডাঙ্গায় ১৪ জন, যশোরে ৭১ জন, ঝিনাইদহে ৩৪ জন, কুষ্টিয়ায় ৩৮ জন, মাগুরায় ১১, মেহেরপুর ৫, নড়াইলে ২৩ এবং সাতক্ষীরায় ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, খুলনা বিভাগের মোট সংক্রমিত ৮ হাজার ৭৬০ জনের মধ্যে ৩ হাজার ৫১৩ জনই খুলনা জেলার, যা বিভাগের মোট রোগীর প্রায় ৪১ শতাংশ। এ ছাড়া বাগেরহাটে ৩৯৪, চুয়াডাঙ্গায় ৩৬৪, যশোরে ১ হাজার ৩০৩, ঝিনাইদহে ৬২১, কুষ্টিয়ায় ১ হাজার ১৪১, মাগুরায় ৩০৩, মেহেরপুরের ১২৫, নড়াইলে ৫০৯ এবং সাতক্ষীরায় ৪৮৭ জন কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪৯ জন মারা গেছেন। এর মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৫১ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ২২, যশোরে ১৯, সাতক্ষীরায় ১২ জন, ঝিনাইদহে ১১ জন, বাগেরহাটে ৯ জন, নড়াইলে ৮ জন, মাগুরায় ৭ জন, মেহেরপুরে ৬ জন এবং চুয়াডাঙ্গায় ৪ জন মারা গেছেন।