ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিশু।
মৃত শিশুরা হলো- মো. ইমরান হোসেন (১৩), একই এলাকার আবদুল গোফরানের ছেলে ও তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। মো. শাকিব (১২), স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে এবং একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, সকালে বাড়ির বাগানে শিশুরা একত্রিত হয়ে খেলা করছিল। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয় এবং এক শিশু মারাত্মক আহত হয়। আহত শিশুকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগাদানা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন বলেন, এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।