গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রুবিয়া (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবিয়া ঢাকার আশুলিয়া থানার গোবিন্দপুর এলাকার শাহ আলমের স্ত্রী। তিনি বাড়ইপাড়া এলাকায় বাসা ভাড়া থাকতেন।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, বাড়ইপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে ইপিজেডে গার্মেন্টসে চাকরি করতেন রুবিয়া। সকালে কারখানায় যাওয়ার উদ্দেশে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এপিজে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবিয়া মারা যান।